Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাগুরা জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা হলো। অথবা জেল সুপার, মাগুরা এর মোবাইল নং-01321168472 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


কী সেবা কীভাবে পাবেন

১। বন্দীর আত্মীয় স্বজন বন্দীর সাথে দেখা সাক্ষাত করতে আসলে জেল সুপার বরাবর আবেদন করতে হবে।

২। যারা আবেদন করতে না পারবেন তাদের জন্য রিজার্ভে দায়িত্বরত কারারক্ষীরা তাদের আবেদন করতে সাহায্য করবেন।

৩। বন্দীর সাথে দেখা সাক্ষাতের সময় ২০ মিনিট।

৪। কয়েদী আসামীদের সাথে তাদের আত্মীয় স্বজন মাসে ০১ বার এবং হাজতী বন্দীদের সাথে ১৫ দিন অন্তর মাসে ০২ বার দেখা করতে পারবেন।

৫। বন্দীর সাথে তার মামলা সংক্রান্ত ব্যপারে তার উকিল কথা বলতে পারবেন।

৬। অসহায় বন্দীদের জন্য আইনগত সহায়তা দানের ব্যবস্থা আছে।

৭। প্রতি দিন সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বন্দীদের সাক্ষাত করানো হয়।