Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

প্রদেয় সেবা/কাজের নাম

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানকারী/বাস্তবায়নকারী

১।

বন্দীদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করানো।

কারা বিধি মোতাবেক

 

 

সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত।

সেবা প্রদানকারীঃ

জেলার, মাগুরা জেলা কারাগার।

 

বাস্তবায়নকারীঃ

জেল সুপার, মাগুরা জেলা কারাগার।

 

 

২।

নির্ধারিত সময়ের মধ্যে বন্দীদের ওকালত নামা স্বাক্ষর করানো।

৩।

অসুস্থ বন্দীদের নিয়মিত চিকিৎসা প্রদান

সর্বক্ষণ

৪।

সিডিউল অনুসারে বন্দীদের খাদ্য সরবরাহ করা।

সকাল ৭.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে।

৫।

কারাভ্যন্তরে টিভির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা।

সকাল ৯.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত।

৬।

বন্দীদের খেলাধুলার জন্য ভলিবল, ক্যারামবোর্ড, তাস,দাবা,লুডু ইত্যাদি সরবরাহ করা।

নির্ধারিত সময় অনুযায়ী

৭।

বিশেষ উৎসবে বন্দীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা।

সকাল ৭.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে।

৮।

নিরক্ষরতা দূরীকরণের জন্য শিক্ষিত  বন্দীদের দ্বারা নিরক্ষর বন্দীদের অক্ষর দান কার্যক্রম

সকাল ৮.০০ ঘটিকা হতে বেলা ১২.০০ ঘটিকা পর্যন্ত।

 

৯।

মহিলা বন্দীদের সেলাই শিক্ষা কার্যক্রম

১০।

ধর্মীয় শিক্ষা কার্যক্রম

 

১১।

মেডিটেশন কার্যক্রম

 

প্রতিদিন সন্ধ্যা তালা বন্ধের পর ৪৫ মিনিট।