Wellcome to National Portal
Main Comtent Skiped

মাগুরা জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। অথবা জেল সুপার, মাগুরার মোবইল নং-01321168472 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


আমাদের অর্জন

আমাদের অর্জন সমূহ

                                                                                                                                                                                        

কারা বন্দিদের স্থানান্তরকালে জনপ্রতি খোরাকী ভাতা ১৬/- টাকা হতে ১০০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারাগারে বন্দিদের গণশিক্ষাদানের ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ রয়েছে। এ ব্যবস্থায় মাগুরা জেলা কারাগারে বর্তমান প্রতি বছর উপকারভোগীর সংখ্যা ১০০ জন। বাংলা নববর্ষ উপলক্ষে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য জন প্রতি ৩০/- টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোজার সময় ইফতারী বাবদ বন্দি প্রতি ১৫/- টাকার স্থলে ৩০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারা বন্দিদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ সৃষ্টির লক্ষে এ কারাগারে ০২ টি মোবাইল ফোন চালু করা হয়েছে। নিয়মিত কারা বন্দিদের প্যারালিগ্যাল সার্ভিস প্রদান করা হচ্ছে। এ কারাগারে ০৪ টি ট্রেডের আওতায় বিগত ৩ বছরে মোট ১০০ জন কারা বন্দিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ কারাগারে বিদ্যুতের ডাবল ফেইজ সংযোগের ব্যবস্থা চালু করা হয়েছে। মহিলা কারারক্ষীদের আবাসন ব্যবস্থা সমাধানের জন্য নির্ধারিত ব্যারাক রয়েছে এবং ফ্লাট নির্মাণ করা হয়েছে। দেশের অন্যান্য কারাগারের ন্যায় এ কারাগারেও এলইডি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে যার মাধ্যমে বন্দিদের দেখা, সাক্ষাৎ, জিামিনের তথ্য এবং কারা অধিদপ্তরের তথা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করা হচ্ছে।