Wellcome to National Portal
Main Comtent Skiped

মাগুরা জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। অথবা জেল সুপার, মাগুরার মোবইল নং-01321168472 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


যোগাযোগ

জেল সুপারের কার্যালয়

মাগুরা জেলা কারাগার

মাগুরা।

মোবাইলঃ 01321168472

ই-মেইল ঠিকানাঃ jsmagur@prison.gov.bd

 

মাগুরা শহরের ভায়না মোড় হতে পশ্চিম দিকে দুই কিঃ  মিঃ দূরে মাগুরা জেলা কারাগার অবস্থিত। 

মাগুরা জেলা কারাগার

মাগুরা।

মোবাইলঃ 01321168472

দাপ্তরিক ফোনঃ 02479911630

ই-মেইল ঠিকানাঃ jsmagur@prison.gov.bd

 

মাগুরা শহরের ভায়না মোড় হতে পশ্চিম দিকে  ০২ (দুই)  কিঃ মি দূরে মাগুরা জেলা কারাগার অবস্থিত।

 

মাগুরা জেলা কারাগারের ইতিহাসঃ

          মাগুরা জেলা কারাগারটি সাব জেল হিসেবে মাগুরা শহরের মধ্যবর্তী স্থানে মাত্র ১.৭৯ একর জমির উপর ১ তলা দালান বিশিষ্ট ছিল। তৎকালীন এই সাব জেলের ধারণ ক্ষমতা ছিল পুরুষ ৩৬ জন, মহিলা ০৬ জন। পরবর্তীতে ১৯৯৭ সালে এই কারাগারটি জেলা কারাগারে রুপান্তিত হয়। ২০০১ সালে মাগুরা শহর থেকে ৩ কিঃ মিঃ পশ্চিমে ঢাকা-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন রাস্তার উত্তরপার্শ্বে ৬.৩৯৪ একর জমির উপর নির্মিত হয়।

 

কারাগারের ধারণ ক্ষমতাঃ

            পুরুষ-১৬২ জন

            মহিলা-১০ জন

 




 

বন্দিদের আইনগত সহায়তা প্রদানঃ সরকারী বেসরকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান/এনজিও’র সহায়তায় বন্দিদের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে কারাগার থেকে মুক্তিদানের ব্যবস্থা করা হচ্ছে। গত ২০২৪ সালে মোট ৩০ জন বন্দির আবেদনের প্রেক্ষিতে মোট ৩০ জনকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তার মাধ্যমে মুক্তি প্রদান করা হয়েছে।