Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জেলা কারাগার
বিস্তারিত

মাগুরা জেলা কারাগারের ইতিহাসঃ মাগুরা জেলা কারাগারটি সাব জেল হিসেবে মাগুরা শহরের মধ্যবর্তীস্থানে মাত্র ১.৭৯ একর জমির উপর ১তলা দালান বিশিষ্ট ছিল। তৎকালীন এই সাবজেলের ধারণ ক্ষমতা ছিল পুরুষ ৩৬ জন, মহিলা ০৬ জন। পরবর্তীতে ১৯৯৭ সালে এই কারাগারটি জেলা কারাগারে রূপান্তরিত হয়। ২০০১ সালে মাগুরা শহর থেকে ৩ কিঃমিঃ পশ্চিমে ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন রাস্তার উত্তরপার্শ্বে ৬.০০ একর জমির উপর নির্মিত হয়।

 

কারাগারের ধারণ ক্ষমতাঃ

            পুরুষ-১৬২ জন

            মহিলা-১০ জন

 

বেসরকারী কারা পরিদর্শকগণের তালিকাঃ

(১)জনাব মোঃ তানজেল হোসেন খান

(২)জনাব বাসুদেব কুন্ডু

(৩)জনাব মোঃ আবু নাসির বাবলু

(৪)এ্যাডভোকেট একেএম শফিকুল ইসলাম মোহন

(৫)শ্রী পংকজ কুমার কুন্ডু

(৬)লিপিকা দত্ত

(৭)বেগম নেসবুন নাহার

বন্দিদের আইনগত সহায়তা প্রদানঃ সরকারী বেসরকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান/এনজিও’র সহায়তায় বন্দিদের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে কারাগার থেকে মুক্তিদানের ব্যবস্থা করা হচ্ছে। গত ২০১৬ সালে মোট ৯৯ জন বন্দির আবেদনের প্রেক্ষিতে মোট ৯৯ জনকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৭ সালে মোট আবেদনের সংখ্যা ৭৩ জন তন্মধ্যে  ৭৩ জনকে আইন সহায়তা প্রদান করা হয়েছে।আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে বন্দিদের সচেতন করার কার্যক্রম াব্যাহত আছে।

 

 

বন্দি প্রশিক্ষণ ব্যবস্থাঃ

মাগুরা জেলা কারাগারে বন্দিদের স্বল্প পরিসরে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। টেলিভিশন,ফ্যান মেরামত প্রশিক্ষণ দেয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পুরুষ ও মহিলা বন্দিদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনর তত্ত্ববধানে পুরুষ ও মহিলা বন্দিদের কোরআন শিক্ষা ও ধর্মীয় শিক্ষা দান চালু রয়েছে। এছাড়া স্থানীয় ব্যবস্থাপনায় স্বল্প পরিসরে কারা বন্দিদের হস্ত শিল্প উৎপাদনের প্রশিক্ষণও চলমান রয়েছে।

 

 

 

কারাগারের জনবল বিবরণীঃ

পদের নাম

অনুমোদিত পদ

কর্মরত

শুন্য পদ

জেল সুপার

০১

০১

--

সহকারী সার্জন

০১

--

০১

জেলার

০১

০১

--

ডেপুটি জেলার

০২

--

০২

ডিপ্লোমা নার্স

০২

০১

০১

হিসাবরক্ষক

০১

০১

--

কারাসহকারী

০১

০১

--

সর্বপ্রধান কারারক্ষি

০১

০১

--

প্রধান কারারক্ষি

০৩

০২

০১

সহকারী প্রধান কারারক্ষি

০৫

০৫

--

কারারক্ষি

৫০

৪০

১০

মহিলা কারারক্ষি

০৭

০৭

--

বাবুর্চি

০১

--

০১

পরিচ্ছন্নতা কর্মী

০২

০১

০১