Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে মাগুরা জেলা কারাগার 


মাগুরা জেলা কারাগারের ইতিহাসঃ


মাগুরা জেলা কারাগারটি সাব জেল হিসেবে মাগুরা শহরের মধ্যবর্তী স্থানে মাত্র ১.৭৯ একর জমির উপর ১ তলা দালান বিশিষ্ট ছিল। তৎকালীন এই সাব জেলের ধারণ ক্ষমতা ছিল পুরুষ ৩৬ জন মহিলা ০৬ জন। পরবর্তীতে ১৯৯৭ সালে এই কারাগারটি জেলা কারাগারে রুপান্তরিত হয়। ২০০১ সালে মাগুরা শহর থেকে ৩ কিঃ মিঃ পশ্চিমে ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন রাস্তার উত্তরপার্শ্বে ৬.৩৯৪ একর জমির উপর নির্মিত হয়।


১। কারাগারে সর্বমোট জমির পরিমানঃ


          কারাভ্যন্তরে = ৫ একর

          বাহিরে      = ১.৩৯৪ একর

          সর্বমোট = ৬.৩৯৪ একর


২। কারাগারের ধারণ ক্ষমতাঃ


          পুরুষ = ১৬২ জন।

          মহিলা = ১০  জন।

          মোট = ১৭২ জন